চুপচাপ সারাদিন | Chupchap Saradin - অ্যাশেজ ব্যান্ড [BanglaBandSongsLyrics]

শিরোনামঃ চুপচাপ সারাদিন
         অ্যালবামঃ ছারপোকা
ব্যান্ডঃ অ্যাশেজ
Band of Ashes
গানের কথা ঃ

চুপচাপ সারাদিন কত সন্ধ্যায়
সারা রাত আকাশে কাল ওঠেনি
হঠাৎ করে কেউ নেই পাশে
তোমারো কি এমন হয়, এমন করে
লোডশেডিং এর ছাদে আমার হতে
তোমারো কি এমন হয় যখন তখন
অকারণ কান্নাটা
খুব বেশি কি রাগ ছিল
কতই বা ফুরাবে বলো
ঠিক এভাবেই আমার
কেটে গেছে সারা রাত
সারি…....সারি..

Post a Comment

0 Comments