শিরোনামঃ ১৭ পৃষ্ঠা
অ্যালবামঃ ছারপোকা
গানের কথা ঃ
হঠাৎ করে কেঁদে ওঠে সে
কি যেনো এক কান্না ছিলো
কি যেনো এক আকাশ ছিলো
আকাশটা চুরি হয়ে গেছে
কি যেনো এক কান্না ছিলো
কি যেনো এক আকাশ ছিলো
আকাশটা চুরি হয়ে গেছে
আজ আমার মন ভাল নেই!
কি যেনো কি হয়ে গেছে আমার
সারাটা আকাশ তারার মেলায়
লাগছেনা ভালো অসুখটা আর
আজ আমার মন ভালো নেই
সারাটা আকাশ তারার মেলায়
লাগছেনা ভালো অসুখটা আর
আজ আমার মন ভালো নেই
কথা সব শেষ হয়ে গেছে
নাকি শেষ তুমি করেছিলে?
লাগছে না ভালো জীবনটা আর
আজ আমার মন ভালো নেই
নাকি শেষ তুমি করেছিলে?
লাগছে না ভালো জীবনটা আর
আজ আমার মন ভালো নেই
0 Comments